‘প্রতিবেশী বন্ধু ও বন্দুকের নলে টিকে আছে সরকার’
বর্তমান সরকারের পক্ষে তাদের প্রতিবেশী বন্ধু ও বন্দুকের নল ছাড়া ক্ষমতায় টিকে থাকা কঠিন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এই সরকার তাদের প্রতিবেশী বন্ধু ও বন্দুকের নল ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা বরাবরই বলে এসেছি বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ। তাদের কাছে যে গণতন্ত্র ছিল আওয়ামী লীগ তা কেড়ে নিয়েছে। প্রতি মুহূর্তে গণতন্ত্র ও মানুষের অধিকারগুলোকে হত্যা করছে।’
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে। কাজেই অন্য কোনো সরকারের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র আসবে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি-সমগ্র গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে জনগণের যে সংগ্রাম তাকেই সমর্থন করবে।’
প্রধানমন্ত্রীর সফরে রাখা হয়নি পররাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যেভাবে রিসিভ করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। ইতিপূর্বে পররাষ্ট্রমন্ত্রী যা বলে এসেছেন এটা খুবই স্পষ্ট; তারা এটাকে যেভাবেই রিসিভ করুন না কেন এরা যাবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমি গতকালও বলেছি, উনি প্রত্যেক বার ভারতে সফরে গেছেন, আমাদের অনেক আশা দিয়ে গেছেন, তিস্তা চুক্তি হবে, এটা হবে-ওটা হবে। কিন্তু প্রকৃত পক্ষে কিছুই হয়নি।’
তিনি বলেন, ‘তবে যদি সরকারের প্রতি জনগণের সমর্থন থাকত তাহলে দাবি আদায় করা যেত। তাই আগে উনি ফিরে আসুক; দেখি আমাদের জন্য, দেশের মানুষের জন্য কি নিয়ে আসেন। সেটাই হবে উনার এই সফরের সাফল্য।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, এই সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয়, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসেনি। তাই এদের পক্ষে কোনো প্রকার চুক্তি করা, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ।’
আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত এই সরকার মিয়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ মিয়ানমার বার বার বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করছে, মর্টার নিক্ষেপ করছে, যোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কোনো ব্যবস্থা নিতে পারেনি। একইভাবে ভারতের সঙ্গে আমাদের অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়সহ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সমাধান করতে পারেনি। পারেনি কারণ তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই।’
এমএইচ/এমএমএ/