গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে ফখরুলের শোক
কালজয়ী হাজার গানের শ্রষ্টা কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোক বার্তায় বিএনপি মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মারা যান গাজী মাজহারুল আনোয়ার।
মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। তার রচিত গানের সংখ্যা ২০ হাজারেরও বেশি। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ, অনুভূতির কথা উঠে এসেছে তার গানে।
তার লেখা কালজয়ী গানও অসংখ্য। গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরএ/