বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপি ক্ষমতায় এলে জনগণের সরকার হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে রাজনীতি ও বিচার বিভাগকে ধ্বংস করেছে। এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে চুরি ও দুর্নীতি করা। তাই উন্নয়নের নামে পরিকল্পিতভাবে দেশের মানুষের সঙ্গে ভাওতাবাজি শুরু করেছে।'

তিনি বলেন, 'এ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে সড়ক ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। তাই প্রতিদিন শত শত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আহত-নিহত হচ্ছেন।'

শনিবার (জুলাই ৩০) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এরা ক্ষমতায় থাকলে দেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই এ সরকারের পতন নিশ্চিত করে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের চলমান সংকট সমাধান করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।'

তিনি বলেন, 'আজকে দুর্নীতি করে, চুরি করে তারা (সরকার) বাংলাদেশের জ্বালানি খাতে সর্বনাশ করে দিয়েছে। অথচ এ সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে এবং লুট করে বিদেশে পাঠিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, 'এখন একটাই দফা, এক দাবি সরকারের পদত্যাগ। পরিষ্কার কথা এ মুহূর্তে পদত্যাগ কর, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কর। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এ সংসদকে বাতিল কর এবং নতুন একটা নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দাও।'

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এ ভয়াবহ ফ্যাসিবাদী ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা লাগাতে হবে। সেই বিখ্যাত উক্তি- ‘দড়ি ধরে মারে টান, রাজা হবে খান খান’। আসেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি, মানুষকে জাগিয়ে তুলি এবং মানুষকে সঙ্গে নিয়ে এ ভয়াবহ সরকারের পতন ঘটাই।'

মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুত উৎপাদন করে না, বিদ্যুত দেয় না কিন্তু ক্যাপাসিটি ট্যাক্সের টাকা নিয়ে চলে যায়। কারা টাকাগুলো নিয়েছে জানেন?'

তিনি বলেন, ‘সামিট গ্রুপ এক বছরে নিয়েছে ৯ হাজার ২৭৮ কোটি টাকা, এগ্রিকো ইন্টারন্যাশনাল ৬ হাজার ৯৭০ কোটি টাকা, এরদা পাওয়ার হোল্ডিং ৬ হাজার ৭২০ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ ৪ হাজার ৮৮১ কোটি টাকা, কেপিসিএল ৩ হাজার ৬৩৩ কোটি টাকা। এ রকম ১০টা কোম্পানি যারা আওয়ামী লীগের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, হাসিনার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত তারা হাজার হাজার কোটি টাকা বিদ্যুত উৎপাদন না করে টাকা নিয়ে চলে যাচ্ছে। কারণ এ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার-এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা, দুর্নীতি করা।'

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সকাল ৯ টা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখরিত বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশ কে কেন্দ্র করে সকাল থেকে পল্টন মোড় থেকে শাহবাগগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসএন

Header Ad
Header Ad

ইউরোপে পোঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেলো ২,২০০ অভিবাসীর  

ছবিঃ সংগৃহীত

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে ২০২৪ সালে অন্তত ২,২০০ অভিবাসী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের ইউরোপ ও মধ্য-এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ২০২৫ সালের শুরুতে ২০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা উপকূলে নিখোঁজ হওয়ার পর খবর পাওয়া গেছে। লিবিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে রুক্ষ সমুদ্রে নৌকাটি ডুবে যায়।

ডি ডোমিনিসিস বলেন, ২০২৪ সালে কেবল মধ্য ভূমধ্যসাগরীয় রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার ৭০০ অভিবাসী। পুরো ভূমধ্যসাগরজুড়ে এই সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে।

তিনি বলেন, ‘‘এই সংখ্যার মধ্যে ভুক্তভোগী শত শত শিশু রয়েছে। ভূমধ্যসাগর হয়ে যাত্রা করা অভিবাসীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু। যারা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।’’

মধ্য ভূমধ্যসাগরীয় রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুট হিসাবে বিবেচনা করা হয়। লিবিয়া ও তিউনিশিয়া উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান অবতরণ পয়েন্ট।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বলেছে, ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ২৫ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

অভিবাসী নৌকার যাত্রা বন্ধের লক্ষ্যে ইতালি ও ইইউ কর্তৃপক্ষ তিউনিশিয়া এবং লিবিয়ার সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কমেনি ঝুঁকিপূর্ণ যাত্রার সংখ্যা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ৬৬ হাজার ৩১৭ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। যা ২০২৩ সালের তুলনায় অর্ধেকেরও কম।

Header Ad
Header Ad

ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার  

ই-সিগারেট। ছবিঃ সংগৃহীত

জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর আওতায় নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট যুক্ত করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য সব ই-সিগারেট সম্পর্কিত পণ্য আমদানি সীমাবদ্ধ করার জন্য প্রায় এক মাস আগে নেওয়া একটি সরকারি উদ্যোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

Header Ad
Header Ad

ঢাবি থেকে সাত কলেজকে আলাদা করতে কমিশন ও শিক্ষার্থীদের বৈঠক বুধবার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আলাদা করে তাদের জন্য স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা তৈরি করতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল (৮ জানুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

সভাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) কনফারেন্স রুমে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ মনোনীত বিভিন্ন বর্ষের ও অনুষদের ন্যূনতম ১০ থেকে ২০ জন ছাত্র প্রতিনিধি সভায় অংশ নেবেন। সভার মূল উদ্দেশ্য হলো সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তাদের স্বতন্ত্র সত্ত্বা বজায় রেখে একটি নতুন কাঠামো গড়ে তোলা এবং এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা।

গত ডিসেম্বর মাসে সরকার চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন ইউজিসির চেয়ারম্যান। কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিমউদ্দিন খান। এই উদ্যোগের মাধ্যমে সাত কলেজের কার্যক্রম আরও কার্যকর ও স্বতন্ত্রভাবে পরিচালনার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইউরোপে পোঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেলো ২,২০০ অভিবাসীর  
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার  
ঢাবি থেকে সাত কলেজকে আলাদা করতে কমিশন ও শিক্ষার্থীদের বৈঠক বুধবার
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯৮ কোটি টাকার অনুদান সংগ্রহ
এবার শাহীনকে ধরা হলো বিমানবন্দরে! আদালতে সোপর্দ
হৃদয়-মেয়ার্সের জুটিতে বরিশালের সহজ জয়
‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চান: ট্রাম্প
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
পাঁচদশক আড়ালে থাকা মেজর ডালিম বাংলাদেশে ফিরছেন!
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চান প্রধান বিচারপতি
আবারও বাড়বে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে থাকবে ঠাণ্ডা বাতাস
পরিবারসহ নাফিজ সারাফতের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ
শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
টাঙ্গাইলে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল (ভিডিও)
রোজার আগে পণ্যে শুল্ক আরোপ করা হবে না: অর্থ উপদেষ্টা
ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি