পদ্মা সেতু রাজনীতির ঊর্ধ্বে: জাফরুল্লাহ
নিজস্ব অর্থায়নে করা পদ্মা বহুমুখী সেতু কিছুক্ষণ পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপস্থিত রয়েছেন বিশিষ্টজনরা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত হয়েছেন সেখানে। এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আশা করি আজ প্রধানমন্ত্রী চা খাওয়াবেন এক কাপ।
প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে এই পদ্মা সেতু হয়েছে, এমন প্রশ্নের উত্তরে জাফরুল্লাহ বলেন, আপনারা এভাবে মানুষকে ভুল বুঝায়েন না। কোনো কিছুই একক ব্যক্তির দ্বারা হয় না। প্রধানমন্ত্রী অন্যের কথা শুনেছেন, চিন্তা করেছেন, আমাদের সমালোচনাকেও উনি হাসি মুখে মেনে নিয়েছেন। আমরা বলি হিসাব দেন, তিনি হিসাবও দিচ্ছেন। এক ব্যক্তিকে ফেরেশতা বানানো ঠিক না, তবে উনি অনেক বড় কাজ করেছেন। উনার রাজনৈতিক প্রজ্ঞাকে আমি শ্রদ্ধা করি।
পদ্মা সেতু রাজনীতির ঊর্ধ্বে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনীতি জীবনের অংশ। বন্যা হওয়ায় অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি খুশি হয়েছি বন্যার কারণের উদ্বোধনের খরচ তারা কমিয়ে এনেছেন।
এমএইচ/আরএ/