বাসায় ফিরলেন খালেদা, পুরোপুরি সুস্থ নন
রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হলো। দেশে হঠাৎ করোনা ভাইরাস ফের বাড়তে শুরু করায় উনার চিকিৎসায় মেডিকেল বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতাল থেকে বাসায় পেরন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বের মত উনাকে বাসায় রেখে চিকিৎসার মনিটরিং করা হবে। এর আগে শুক্রবার ২৪ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান ডা শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি উনাকে সুস্থ রাখার জন্য তারপরও বলবো সার্বিক দিক বিবেচনায় উনি যে ধরনের রোগে আক্রান্ত সব বিষয়ের সক্ষমতা আমাদের এই দেশে নেই। উনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন। বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের স্টেপল থাকা প্রয়োজন সব কিছুই উনার মধ্যে রয়েছে। উনার জীবন এখনো ঝুঁকিমুক্ত নয়।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ জুন শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। ১৫ জুন বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এএজেড