বন্যার্তদের সহায়তায় মহিলা দলের তিন কমিটি গঠন
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসী অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতায় তিনটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সংগঠনটির পক্ষ থেকে এসব কমিটি গঠন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটিগুলো অনুমোদন করেছেন। মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগের বন্যার্তদের সহায়তার জন্য যে ৩ (তিন) টি কমিটি গঠন করা হয়-
সার্বিক ব্যবস্থাপনা কমিটি: আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, মনিটরিং সেল কমিটিতে হেলেন জেরিন খান আহ্বায়ক করে কমিটির সদস্য রাখা হয়েছে শাম্মী আক্তার, নাজমুন নাহার বেবী, জাহান পান্না, শাহানা আক্তার শানু, ত্রাণ সেল কমিটিতে নেওয়াজ হালিমা আরলীকে আহ্বায়ক করে সদস্য রাখা হয় নায়াব ইউসুফ, আনোয়ারা বেগম, শিল্পী রেজা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তিতে সিলেটসহ অন্যান্য অঞ্চলে বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে জনগণের করের টাকায় পদ্মা সেতু উদ্বোধনের নামে সীমাহীন অর্থ হরিলুটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এমএমএ/