বিদেশ যেতে বিমানবন্দরে বিএনপি নেতা আলালকে বাধা
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১২ জুন) বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে বাধা দেওয়া হয়। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য ভারত যেতে চেয়েছিলেন তিনি।
হাইকোর্টের কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান আলাল।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। ইমেগ্রেশন থেকে কোনো কারণ বলেননি, কোনো লিখিত কাগজও দেয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তার সহধর্মিণীসহ আরও একজন সহকারীকে নিয়ে ভারত যাওয়ার সময় বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়েছিল। তখনও প্রয়োজনীয় সব কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাকে ভারতে যেতে হয়েছিল। ৩০ নভেম্বর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
এসএন