খালেদার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন, বৈঠক চলছে
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। গঠিত মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসেছে।
শনিবার (১১ জুন) পৌনে ১১টা মিনিটে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হয়।
বৈঠকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের ডা. জাফর, ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে শুক্রবার দিনগত রাত ৩টা ২০ মিনিটে তাকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের ৪২১৮ নম্বর কেবিনে ভর্তি আছেন।
এমএইচ/আরএ/