প্রতিক্রিয়া/ স্বজনতোষী বাজেট: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এমন সময় আমরা বাজেট দিচ্ছি যখন মাত্র করোনার ধাক্কা কাটিয়ে উঠা শুরু করেছি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো অর্থনীতি, পুরো বিশ্ব বিপর্যস্ত। তবে আমরা আশা করেছিলাম গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে এই বাজেটে কিছু পাব। যে বাজেট সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জীবনে যে নিত্য নৈমিত্যিক সমস্যাগুলোকে এ্যাড্রেস করবে। কিন্তু আনফরচুনেটলি আমরা সে রকম বাজেট পাইনি।’
বৃহস্পতিবার (৯ জুন) প্রস্তাবিত বাজেট সম্পর্কে জাতীয় সংসদে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা জানেন যে আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে রপ্তানি আয় সেই তুলনায় কম। মূল্যস্ফীতি আকাশচুম্বী, ডলারের দাম টাকার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। জব লেস গ্রুথ হচ্ছে, নানান সমস্যার মধ্যে দিয়ে এই বাজেট দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম-এই বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। কিন্তু না আমরা দেখলাম সেই একই গতানুগতিক বাজেট। উচ্চাবিলাসী বাজেট এবং যে বাজেটে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। এই ঘাটতি আপনি কিভাবে পূর্ণ করবেন? এই ঘাটতি পূরণে কর বাড়াতে হবে, কিন্তু করের আওতা বাড়ছে না। অথচ দেখতে পাচ্ছি কর জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বনিম্ন। তাই এই রকম অবস্থা নিয়ে বাজেটের যে লক্ষ্য তা পূর্ণ করা হবে বলে আমরা মনে করি না। এই বাজেট স্বজনতোষী বাজেট। এই বাজেট ধনীকে আরো ধনী করার এবং সাধারণ মানুষকে আরো বেশি নাজুক করার বাজেট।’
এমএইচ/