আওয়ামী লীগ নেতাদের ঈদ
চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (২ মে) অথবা মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদ-উল-ফিতর। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উৎসবের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বিগত দুই বছর করোনা মহামারির কারণে মানুষ সেভাবে উৎসব করতে পারেনি। করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার বাংলাদেশে প্রতিটি ঘরে ঈদের উৎসব বিরাজ করছে। সাধারণ মানুষের মতো রাজনীতিবিদরাও যে যার মতো ঈদের প্রস্তুতি নিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অধিকাংশই ঢাকাতেই ঈদ করবেন। তবে যেহেতু ঈদ উৎসবে নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার একটি উপলক্ষ তৈরি হয়, তাই অনেক কেন্দ্রীয় নেতা নিজ নির্বাচনী এলাকায় ঈদ উৎসবে সামিল হবেন। সেখানে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময়ের পাশাপাশি আগামী নির্বাচনে নিজের প্রস্তুতিটা সেরে ফেলবেন অনেকেই।
ঢাকাপ্রকাশের পাঠকদের জন্য জানিয়ে রাখছি ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ঈদের প্রস্তুতি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও গণভবনে ঈদ উদযাপন করবেন। তবে করোনা মহামারির শুরুর আগে যেভাবে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন এবার তেমনটি থাকছে না।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ নিজ নির্বাচনী এলাকা ভোলায় ঈদ উদযাপন করবেন। সেখানে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি এক সপ্তাহ নিজ নির্বাচনী এলাকায় থাকবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ঈদ করবেন। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর উল্যাহ ঢাকাতেই ঈদ করবেন।
এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকাতেই ঈদ করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ঈদ করবেন। এরই মধ্যে তিনি নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকায় ঈদ করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরে ঈদ করবেন। এরই মধ্যে তিনি সেখানে অবস্থান করছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচারমন্ত্রী ড হাছান মাহমুদও নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন, বিএম মোজাম্মেল হক ঈদ করবেন ঢাকায়, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঈদ করবেন তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ঈদ করবেন ঢাকায়। এ ছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ঈদ করবেন ঢাকায়। আর উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঈদ করবেন নিজ এলাকা চট্টগ্রামের সাতকানিয়ায়।
এসএম/এসএন