এম. এ. মুহিত দেশপ্রেমিক ও আদর্শ মানুষ ছিলেন : বি. চৌধুরী ও এম. এ. মান্নান
প্রখ্যাত ডিপ্লোম্যাট, সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম. এ. মুহিত (আবুল মাল আবদুল মুহিত)’র প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী ও তার দল বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব বিখ্যাত শিল্প উদ্যোক্তা মেজর (অব.) আবদুল মান্নান এমপি।
যৌথ শোকবাণীতে তারা বলেছেন, ‘তিনি দেশপ্রেমিক, আদর্শ, উচ্চশিক্ষিত ও গুণী মানুষ ছিলেন।’
‘সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যুর খবর জানতে পরে আমরা অত্যন্ত দু:খিত ও মর্মাহত হয়েছি।’
‘এম. এ. মুহিতের কতব্যনিষ্ঠা ও সততা আদর্শবোধ হিসেবে টিকে থাকবে।’
‘তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।’
‘আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। তার পরিবার ও আত্মীয়জনের প্রতি শোক জানাই। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন-এই দোয়াও করি।’
ওএস।