দানবীয় সরকারকে সরাতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বর্বরভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তাই এই ভয়াবহ দানব সরকারকে প্রতিরোধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদের সরাতে হবে, এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন। পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ জনগণের সরকার ও ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য লজ্জাজনক এমন মন্তব্য করে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু যখন রোহিঙ্গা ইস্যুতে তাদের কথা বলা প্রয়োজন ছিল তখন কথা বলেনি।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র দখলের মত একই কায়দায় জোর করে আইনজীবী সমিতির ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। পেশাজীবীদের প্রতিবাদ করা দরকার। আইনজীবীদের উচিত ছিল প্রতিবাদ করা।
তিনি বলেন, নিউমার্কেটে দুজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে, যা ছাত্রলীগের কাজ। কিন্তু বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে তারা। অথচ যারা জড়িত মিডিয়ায় তাদের ছবি চিহ্নিত হয়েছে। আজ পাঁচজনকে গ্রেফতার করেছে। কিন্তু এতদিন তারা বিএনপি নেতা মকবুলের নামে মামলা দিয়েছে।
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জাতীর কঠিন সময়ে, ক্রান্তিলগ্নে রাজনীতি এদেশ থেকে প্রায় বিতারিত। গণতন্ত্রের লেশমাত্র নেই। এমনকি গ্রাম-গঞ্জে ইফতার মাহফিলে বাঁধা দেওয়া হচ্ছে। মানুষের মৌলিক অধিকার নেই। কথা বলার অধিকার নেই। ভোটের অধিকার নেই। তারপর রমজানের শিক্ষা নিয়ে আমরা সংযম ধারণ করেছি।
তিনি বলেন, ভবিষ্যতে অবশ্যই প্রতিবাদ জানিয়ে এদেশের সরকারকে হটিয়ে দিয়ে, খালেদা জিয়ার দিকনির্দেশনায় জিয়াউর রহমানের আর্দশ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব।
ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এমএইচ/আরএ/