বিএনপি নেতা এম এ মান্নান আর নেই
বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশন সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছিল। রাতে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন মান্নান।
এম এ মান্নান বাংলাদেশের একজন রাজনীতিবিদ। গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্গত সালনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান নামে বেশি পরিচিত। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি।
তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
টঙ্গী কলেজে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে এম এ মান্নান কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার ব্রত নিয়ে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী গনতান্ত্রিক দল (জাগদল) যোগদান করেন, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তাকে তৎকালীন মন্ত্রীসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
এমএইচ/এমএমএ/