প্রধানমন্ত্রীর আমিরাত সফর
জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও আইসিটি নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরকালে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
রবিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চ আরব আমিরাত যাবেন। ৮ মার্চ নারী দিবসের একটা প্রোগ্রামে যোগ দেবেন।
আরব আমিরাতকে বাংলাদেশের বড় শ্রমবাজার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের একটি বড় শ্রমবাজার হলো মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সাল থেকে শুরু করে এই একটি দেশ থেকেই বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন পরিকল্পনা ও সে মোতাবেক কর্মযজ্ঞে আমাদের দেশের শ্রমবাজারের জন্য অনন্য সুযোগ তৈরি হয়েছে।
করোনার মধ্যেও দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত এই করোনাকালীন সময়ের মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পরেও আমাদের জন্য তাদের শ্রমবাজার আংশিক খুলে দিয়েছে যা আমাদের একটি কূটনৈতিক সাফল্য। আমি এর জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। গত অর্থবছরে এই করোনার সময়েই বাংলাদেশ থেকে প্রায় ৩০ হাজার শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও জোরালো করতে দুইদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে জয়েন্ট বিজনেস ফোরামের আয়োজন করা হবে যা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে বলে আমি মনে করি। সৃষ্টি হতে পারে বিনিয়োগের নতুন ক্ষেত্র।’
আরইউ/এমএমএ/