ইউক্রেনে জিম্মি ৫ বাংলাদেশির খোঁজ-খবর নিচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন সেনাবাহিনীর কাছে ৫ বাংলাদেশি জিম্মি থাকার বিষয়টি নিয়ে খোঁজ-খবর করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে ইউক্রেন সেনাবাহিনীই জিম্মি করেছে কীনা সেটিও যাচাই করছি। ভিডিওতে দেখেছি। খোঁজ-খবর নিচ্ছি।
ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছি উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত আমাদের অনুরোধে সাড়া দিয়ে সহযোগিতাও করছে।
নাবিক নিহতের ঘটনায় ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে আব্দুল মোমেন বলেন, নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাকি বাংলদেশিদেরও ফিরিয়ে আনতে কাজ চলছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ একই অবস্থানে আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এক্ষেত্রে একই পজিশন। আমরা শান্তি চাই। স্থিতিশীলতা চাই। বঙ্গবন্ধুর সবসময় শান্তি চাইতেন। শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য আহ্বান জানিয়েছি। জাতিসংঘেও জানিয়েছি যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমাধান চাই।
ইউএন চার্টার অনুযায়ী যাতে সমাধান হয় এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি। কারণ আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।
রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন স্বাভাবিক হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আর্থিক লেনদেন কবে স্বাভাবিক হয় পরে বোঝা যাবে। বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। বিচার বিশ্লেষণ করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তবে তথ্য আরও আসবে। পরবর্তীতে সেগুলো বিশ্লেষণ করে বলা যাবে। এখনই কিছু বলা যাবে না।
আরইউ/এসআইএইচ