‘এসিডি’র ‘শিশু বিবাহ প্রতিরোধ নেটওয়ার্ক’ সভা হলো
লেখা ও ছবি : আসিফ আহমেদ দিগন্ত
রাজশাহী জেলার সাগরপাড়া উপজেলায় ‘অ্যাসোসিয়েশন অব কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র আয়োজনে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে ‘নারী শিশু বিয়ে প্রতিরোধ নেটওয়ার্ক’ সভাটি হয়ে গেল কদিন আগে।
তারা ১৯৮৯ সাল থেকে কাজ করে চলেছেন। ভূমিহীন, গরীব, সুবিধাবঞ্চিত নারী, কিশোর-কিশোরী ও শিশুদের উন্নয়ন করতে এডিসি সংকল্পবদ্ধ।
গেরস্থালি কাজে নিয়োজিত নারীদের অধিকার আদায়, ক্ষমতা ও দক্ষতায় উন্নয়ন, শিশু অধিকার এবং কিশোর-কিশোরীদের নানা বিষয়ে ক্ষমতায়ন করতে কাজ করে এসিডি।
তাদের দক্ষতাগুলো তৈরি ও উন্নয়নের মাধ্যমে কমএলাকাসহ পুরো দেশের অথনৈতিক, সামাজিক ও পারিবারিক উন্নয়নে কার্য পরিচালনা করেন তারা।
বাংলাদেশের এই বেসরকারী উন্নয়ন সংস্থাটির ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় এই কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা টানা তিন ঘন্টার সভাটি পরিচালনা করেছেন রাজশাহী বিভাগে এসিডির প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, তাদের সহযোগী সংস্থাগুলোর আলোচনা সভার মাধ্যমে রাজশাহী বিভাগের প্রকল্পটির কার্যক্রম উপস্থাপন ছাড়াও ‘শিশু বিয়ে প্রতিরোধে নয় সদস্যের নেটওয়াকগুলোর কমিটি’ গড়ে তোলা হয়েছে। তাদের আগামী অর্থবছরের প্রকল্প কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ প্রধানত পুরুষের অথনৈতিক অবস্থার যথেষ্ট উন্নয়ন হলেও পরিবার এবং সমাজে শিশুরা নানা বৈষম্য এমনকি নির্যাতনের শিকার হয়ে চলেছে।
তিনি নির্দিষ্ট করেছেন, ‘শিশুরা এই দেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি, বিনোদন, নারী শিশু বিবাহ, শিশুশ্রমের মাধ্যমে বিভিন্নভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়।’
ওএস।