বাংলাদেশি ২৮ নাবিককে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ইউক্রেনে গোলাবর্ষণের শিকার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি ঢাকাপ্রকাশকে জানান, নাবিকদের ইউক্রেন সীমানার মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ভিডিও বার্তায় তিনি বলেন, পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানিয়েছেন বাংলাদেশের ২৮ নাগরিককে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন। তারা নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহও বহন করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তার ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি আপলোড করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'নাবিকেরা আপাতত নিরাপদে। '
তিনি বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে গোলার আঘাতে বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এমভি বাংলার সমৃদ্ধিতে বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় রকেট হামলা চালানো হয়। এসময় জাহাজটির নাবিক হাদিসুর রহমান নিহত হন। জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহিনোঙরে পৌঁছে নোঙর করে। জেটিতে ভেড়ার পর পণ্য লোড করার শিডিউল ছিল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জাহাজটির পণ্য লোডিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এরআগে বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে 'বাংলার সমৃদ্ধি' জাহাজ থেকে উদ্ধারে প্রক্রিয়া শুরু করেছে সরকার।
পররাষ্ট্রসচিব বলেন, ইউক্রেনের অলভিরা বন্দরে জাহাজটি আছে। একটি উদ্ধারকারী জাহাজ দিয়ে নাবিকদের তীরে আনা হচ্ছে।
নাবিকদের কীভাবে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায় সেটিই প্রথম চিন্তা- এমনটা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এ ছাড়া যিনি মারা গেছেন তার মরদেহ কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।
সভায় মস্কো, ওয়ারস, বুখারেস্ট ও ভিয়েনার রাষ্ট্রদূত, নৌ পরিবহন মন্ত্রণালয়, এএফডি, পেট্রোবাংলা, ব্যবসায়ী নেতা, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাবিকদের এই মুহূর্তে ইউক্রেন থেকে সরিয়ে আনা হচ্ছে না জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এটি প্রথম পদক্ষেপ। পোল্যান্ডের সীমান্তে কিছু সমস্যা দেখা দিয়েছে। অন্য জায়গায় যাওয়া যায় কি না সেটি আমরা দেখছি। রাশিয়াও বলছে তারা সব ধরনের সহায়তা দেবে।
জাহাজটি সরানো যাবে না কারণ সেখানে মাইন পাতা আছে এমনটা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, যুদ্ধের মধ্যে মরদেহ কীভাবে আনা হবে সেটি বলা যাচ্ছে না। সেখানে মর্গ আছে কি না বা অন্য কোনো ব্যবস্থা আছে কি না সেটাও আমরা জানি না। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে মৃতদেহ সংরক্ষণ করা যাচ্ছে না, তখন আমাদের মৃত ব্যক্তির পরিবারের কাছে দাফন করার অনুমতি নিতে হবে।
এনএইচবি/আরএ/এসএন/জেডএকে