মুক্তিযুদ্ধের পক্ষে বিবৃতি দেওয়া পাকিস্তানি জাফর মালিকের প্রয়াণ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদ করে বিবৃতি দেওয়া লাহোরের মানবাধিকারকর্মী অ্যাডভোকেট জাফর মালিক ইন্তেকাল করেছেন। ২ মার্চ গভীর রাতে লাহোরের একটি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
’৭১-এর মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ জাফর মালিকের আকস্মিক মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) নির্মূল কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার নেতা এডভোকেট জাফর মালিক ষাটের দশকে পাকিস্তান কমিউনিস্ট পার্টির লাহোর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ’৭১-এ গণহত্যার প্রতিবাদের জন্য যে স্বল্প সংখ্যক পাকিস্তানি রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীকে জেনারেল ইয়াহিয়ার সামরিক জান্তা গ্রেফতার করেছিল এডভোকেট জাফর মালিক তাদের পক্ষে আদালতে আইনি লড়াই করেছেন। তার এই ভূমিকার কারণে তাদের গোটা পরিবারকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কার্যত একঘরে করে রাখা হয়েছিল এবং একই সঙ্গে সামাজিক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল।’
‘২০১৩ সালে পাকিস্তানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহযোগী সংগঠন ‘ফোরাম ফর সেকুলার পাকিস্তান’ গঠনের সময় থেকে তিনি আমৃত্যু এই সংগঠনের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এডভোকেট জাফর মালিককে ‘স্বাধীনতা মৈত্রী সম্মাননা’ প্রদান করেছে।’
নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়, ‘এডভোকেট জাফর মালিকের আকস্মিক মৃত্যুতে পাকিস্তানে মুক্তচিন্তার জগতে এবং মানবাধিকার আন্দোলনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না। আমরা এডভোকেট জাফর মালিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ এবং সহযোদ্ধা ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
এপি/