রকেট হামলায় বাংলার সমৃদ্ধির স্যাটেলাইট সংযোগ বন্ধ
যোগাযোগে ভরসা চার নাবিকের চার রোমিং সিম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্যাটেলাইট ফোনে এমভি বাংলার সমৃদ্ধির সাথে যোগাযোগ রক্ষা করছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কর্মকর্তারা। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটিতে রকেট হামলার পর পরই স্যাটেলাইট ফোনে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। এরপর জাহাজটিতে অবস্থান করা চার নাবিকের রোমিং সুবিধার মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে চলেছে বিএসসি। বৃহস্পতিবার পর্যন্ত এই চার রোমিং সুবিধার সিম সংবলিত মোবাইল ফোনেই যোগাযোগ হয়েছে। এছাড়া বিএসসির কর্মকর্তা কিংবা নাবিকদের পারস্পরিক যোগাযোগ রক্ষা করার আর কোন সুযোগ নেই।
বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল সাড়ে তিনটায় ঢাকাপ্রকাশ-কে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর পরই সেদেশের অলভিয়া বন্দরে আটকা পড়ে এমভি বাংলার সমৃদ্ধি। জাহাজের সঙ্গে সাধারণত স্যাটেলাইট ফোনেই যোগাযোগ রক্ষা করা হয়। উচ্চ প্রযুক্তির এসব যোগাযোগ ব্যবস্থা যে কোন পরিস্থিতিতে সচল থাকে। কিন্তু বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় রকেট হামলার পর স্যাটেলাইট ফোনে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এরপর চার নাবিকের কাছে থাকা রোমিং সুবিধার বাংলাদেশি অপারেটরের চার মোবাইল ফোনেই যোগাযোগ রক্ষা করছি আমরা। স্যাটেলাইট ফোনে আগে ঘণ্টায় ১৫ থেকে ২০ বার কথা হতো নাবিকদের সাথে। তারাও কথা বলতেন আমাদের সাথে। কিন্তু এখন আর সেই সুবিধা নেই।
বিএসসির সংশ্লিষ্টরা জানান, রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের লাশ জাহাজের রেফ্রিজারেটরেই আছে। লাশ ইউক্রেনের ভূমিতে নামিয়ে আনার জন্য রেডক্রসসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা চাওয়া হবে। নাবিকদেরও দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। তাদের ইউক্রেনের কোথাও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি এখন আর চলাচল উপযোগি নয়।
বিএসসির বাল্ক কার্গো জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে নোঙর করে। জাহাজটি জেটিতে ভেড়ার পর পণ্য লোড করার শিডিউল ছিল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জাহাজটির পণ্য লোডিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।