‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিকল: নাবিকদের ইউক্রেনে নিরাপদে রাখার চেষ্টা
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা বাংলাদেশী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ থেকে ২৮ নাবিককে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাদের ইউক্রেনের কোথাও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি এখন আর চলাচলের উপযোগি নয়।
জাহাজটির ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাগবোট লাগতে পারে জাহাজটিকে অন্য কোথাও সরিয়ে নিতে। বুধবার (২ মার্চ) রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ২টায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত ঢাকাপ্রকাশকে বলেন, ‘এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে কারা রকেট হামলা করেছে তা এখনো স্পষ্ট নয়। কোনো জঙ্গি বিমান থেকে রকেট হামলা হয়েছে কি না এখনো নিশ্চিত নই। তবে রকেট হামলায় জাহাজটির ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য জাহাজটি এখনই চলাচল উপযোগী নয় ‘
তিনি আরও বলেন, ‘জাহাজটি কোথাও মুভ করাতে হলে টাগবোট ব্যবহার করতে হবে। অর্থাৎ জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেবে টাগবোট। তা ছাড়া জাহাজের সহ নাবিকদের কোথাও নিয়ে যাওয়া এই মুহূর্তে নিরাপদ নয়। তাই আপাতত ইউক্রেনের বন্দর থেকে নাবিকদের নামিয়ে সেদেশের কোথাও রাখার চেষ্টা চলছে। আশা করছি নাবিকদের জাহাজ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ দ্রুত সময়ের মধ্যেই হবে।’
যুদ্ধাবস্থায় ইউক্রেনে নাবিকদের রাখা নিরাপদ হবে কি না এ প্রশ্নে তিনি বলেন, দুতাবাস পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের নিরাপদ স্থানে রাখতে। সে ক্ষেত্রে প্রতিবেশি কোন দেশেও নিয়ে যাওয়া হতে পারে। তবে আমরা এই মুহূর্তে নাবিকদের নিরাপত্তার কথা ভাবছি। জাহাজ থেকে ইউক্রেনের ভ’মিতে নামিয়ে আনার দিকেই জোর দিচ্ছি।
বিএসসির কর্মকর্তারা জানান, বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আর আগুন নেভানোর পুরো কাজটিই করেন জাহাজের বাংলাদেশি নাবিকরা। জাহাজটি অলভিয়া বন্দরের বহির্নোঙরে অবস্থান করায় এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনের বন্দরের কোন ধরনের অগ্নিনির্বাপন কর্মীর সাহায্য মেলেনি। রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যাওয়ার পর বাকি ২৮ নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে তারা ভালো আছেন। তাদের মনোবল শক্ত রাখার চেষ্টা চলছে।
বিএসসির বাল্ক কার্গো জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে নোঙর করে। জাহাজটি জেটিতে ভেড়ার পর পণ্য লোড করার শিডিউল ছিল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জাহাজটির পণ্য লোডিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এমএমএ/