বাংলাদেশের উত্থাপিত 'শান্তির সংস্কৃতি’ রেজুলেশন জাতিসংঘে গৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপন করা 'শান্তির সংস্কৃতি’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান তিনি।
রাবার ফাতিমা বলেন, এ বছর রেজুলেশনটি বেশি প্রাসঙ্গিক ও জরুরি, কারণ বিশ্বব্যাপী আমরা কোভিড-১৯ অতিমারির নজিরবিহীন ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের সরকারের সময় ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশনটি প্রথমবারের মতো গৃহীত হয়।
চলতি বছর রেজুলেশনটিতে কোভিড-১৯ কালের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এতে উঠে এসেছে আয়, সুযোগ, তথ্য-প্রযুক্তিতে প্রবেশাধিকার, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং ভ্যাকসিনের নতুন চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্যগুলো।
১০৯টি দেশ বাংলাদেশের এ রেজুলেশনকে কো-স্পন্সর করেছে যা ‘শান্তির সংস্কৃতি’ ধারণা এগিয়ে নিতে একটি ব্যাপক সমর্থন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
আরইউ/এসএন