শপথ নিলেন সিইসি ও চার ইসি
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন কাজী হাবিবুল আউয়াল। পরে পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন অন্য চার নির্বাচন কমিশনার (ইসি)--বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধান বিচারপতির সঙ্গে ফটো-সেশনে অংশ নেন তারা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।
রষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনার নিয়োগ দেন।
আরও পড়ুন>>
শপথ নিতে খুলনা থেকে আসছেন ইসি রাশিদা
বিএনপি হাবিবুল আউয়ালের উপর আস্থা রাখতে পারে
সংবিধান অনুযায়ী নিষ্ঠার সঙ্গে কাজ করব
ইসি নয় বিএনপির দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন
সিইসি নিয়োগ: ঢাকাপ্রকাশ-এর প্রতিবেদনই সত্যি হলো
এসএম/এমএমএ/আরএ/