ইউক্রেনে আটকা পড়েছেন দেড় হাজার বাংলাদেশি
ইউক্রেনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার বাংলাদেশি। জরুরি অবস্থা জারি হওয়ায় তারা দেশটি ছাড়তেও পারবে না এখন।
জানা যায়, ইউক্রেনে দূতাবাস না থাকায় বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা। ১৫ ফেব্রুয়ারি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল। দূতাবাসের বার্তায় বলা হয়েছিল, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে বাংলাদেশে ফিরে যেতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীকালে হালনাগাদ পরামর্শ দেওয়া হবে।
কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, বাংলাদেশিরা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং উত্তর ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, যাদের অনেকেই শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেনে অবস্থান করা বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হয়, বৈধ-অবৈধ সব মিলিয়ে প্রায় সেখানে দেড় হাজার বাংলাদেশি দেশটিতে অবস্থান করতে পারেন।
আরইউ/টিটি