দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
প্রবাসীদের দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুবাইয়ের একটি হোটেলে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শনিবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ‘ল্যান্ড অব অপরচুনিটি’ বা সুযোগের দেশ হিসেবে উল্লেখ করেন। সিআইপি এবং ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দেশের অর্জনগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের দুবাই শাখার সভাপতি মাহতাবুর রহমান। সভায় বিশেষ অতিথি আনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছে। তিনি ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আরইউ/