২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯১, মৃত্যু ৫ জনের
Photo Collected
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন সংক্রমণ ধরা পড়েছে ২৯১ জনের দেহে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২০১ জন ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশ। দেশের ৩৫ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারাদেশে মোট ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭টি নমুনা। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৪৪ শতাংশ ছিল।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। তাদের মধ্যে দুজনের বয়স ছিল ৭০ বছরের বেশি। দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আর অন্যজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল।
এমএমএ/