মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধের ফলে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ শীর্ষক এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে দুপুর ১টার দিকে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা।
তিনি বলেন, "খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে চোরাচালানের ঝুঁকি বেড়ে যায়। এর আগেও সার ও জ্বালানি তেল চোরাচালানের প্রবণতা ছিল। তাই নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই চোরাচালান না হতে পারে।"
বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, "বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সাম্প্রতিক সংকট কেটে যাবে এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে।" তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
এর আগে, জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে জলসীমা ৫৪ কিলোমিটার।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)