বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধের ফলে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ শীর্ষক এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে দুপুর ১টার দিকে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, "খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে চোরাচালানের ঝুঁকি বেড়ে যায়। এর আগেও সার ও জ্বালানি তেল চোরাচালানের প্রবণতা ছিল। তাই নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই চোরাচালান না হতে পারে।"

বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, "বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সাম্প্রতিক সংকট কেটে যাবে এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে।" তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

এর আগে, জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, এপিবিএন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে জলসীমা ৫৪ কিলোমিটার।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। দল দেশ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা আসে।

এর আগে, নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন তিনি।

নেতৃত্বে অভিষেক ম্যাচে আফগানদের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেন মিরাজ। ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডের দুটিতে তার ব্যাট থেকে আসে ৭৪ ও ৭৭ রানের ইনিংস। এছাড়া, বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।

মিরাজ ও শান্তর নেতৃত্বের সংযোগ বেশ পুরনো। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তৃতীয় স্থানে তুলে আনেন মিরাজ, তখন সহ-অধিনায়ক ছিলেন শান্ত। এছাড়া, ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়কও ছিলেন মিরাজ।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুবাইয়ে।

Header Ad
Header Ad

স্ট্যামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ উদযাপিত

ছবি : ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘৮২, ৮৩ ও ৮৪ ব্যাচকে ৮০ এবং ৮১ ব্যাচের বরণ’। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের নবীনবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘বই’। উদ্বোধনী পর্ব শেষে ৮০ ও ৮১ ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবাগত ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেন। এরপর বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

সংক্ষিপ্ত বিরতির পর শুরু হয় ব্যান্ড শো। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা গানের তালে তাল মিলিয়ে নাচতে ও গাইতে থাকেন। নবাগত শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিকেল ৫টায় বিভাগের ঐতিহ্যবাহী নবীনবরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়। পুরো আয়োজনজুড়ে নবাগত ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়।

Header Ad
Header Ad

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

দেশব্যাপী যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া বিভিন্ন মামলা ও অন্যান্য অপরাধে ১,০৯৯ জন গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের পাশাপাশি অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৩,৪১৫ জন গ্রেফতার হয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে।

এরপর দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালু করে, যা ৮ ফেব্রুয়ারি থেকে চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
স্ট্যামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ উদযাপিত
অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার
ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতপন্থি পল কাপুর
মনোবাসনা পূরণে ‘ডুবের মেলায়’ পুণ্যস্নান! (ভিডিও)
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা
যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫ ব্যাংক হিসাব ফ্রিজ
মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার
পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. নাসির উদ্দীন
ছাত্রফ্রন্টের শ্রোতাশূন্য সমাবেশে উচ্চ শব্দ, তোপের মুখে বন্ধ ২৬ মাইক
শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ, জানিয়েছে ডিএমপি
স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল
শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে (ভিডিও)
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
কাফনের কাপড় পরে আন্দোলনে নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল