বাংলা একাডেমির নামে প্রতারণা: হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
প্রযুক্তির উন্নতির সাথে প্রতারণার কৌশলও প্রতিনিয়ত পাল্টাচ্ছে। সম্প্রতি বাংলা একাডেমির নাম ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র। গবেষণা প্রস্তাব নির্বাচিত হওয়ার কথা বলে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রতারকরা তাদের অর্থ লুটে নিচ্ছে।
বাংলা একাডেমির পক্ষ থেকে গত বছরের শেষের দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে গবেষক ও প্রাবন্ধিকদের জন্য গবেষণা বৃত্তি প্রস্তাব ও প্রবন্ধ আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত ৫০ জন প্রাবন্ধিককে ২০,০০০/- টাকা এবং ১০ জন গবেষককে মাসিক ৩০,০০০/- টাকা করে বৃত্তি দেওয়ার কথা ছিল। এই বিজ্ঞপ্তির সুযোগ নিয়েই প্রতারক চক্র তাদের কার্যক্রম শুরু করে।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, তিনি বাংলা একাডেমির বিজ্ঞপ্তি অনুসরণ করে গবেষণা প্রস্তাবনা পাঠান। পরে ২৮ জানুয়ারি তার কাছে একটি ফোন আসে, যেখানে তাকে অভিনন্দন জানিয়ে গবেষণা প্রস্তাব নির্বাচিত হওয়ার কথা বলা হয়। এরপর তাকে ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য, জন্ম তারিখ ও ফোন নম্বর চাওয়া হয়।
তিনি জানান, কিছু সময় পরই ব্যাংক থেকে এসএমএস আসে এবং তার কাছে ওটিপি চাওয়া হয়। প্রতারকরা তাকে বলেন, ওই ওটিপি প্রদান করলে গবেষণার জন্য নির্দিষ্ট অর্থ পাওয়া যাবে। কিছু সময় পর তার ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা এবং অর্থ তুলে নেয়।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, একাধিক গবেষকের ব্যাংক একাউন্ট থেকে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চুরি হয়েছে। প্রতারকরা ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতি সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদ বলেন, “বাংলা একাডেমির নামে এই ধরনের প্রতারণা চলছে, এবং এটি আমাদের গবেষকদের জন্য খুবই দুঃখজনক। আমাদের আরও সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
বাংলা একাডেমির প্রশাসন বিভাগের পরিচালক সমীর কুমার সরকার জানিয়েছেন, তিনি এখনও এই বিষয়ে অবগত নন, তবে প্রতিষ্ঠান থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)