কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর
পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ফলে চলতি বছরের ৪ এপ্রিল ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে।
এর আগে টেলিফোনে কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে কূটনৈতিকদের মধ্যে ও গণমাধ্যমে তোলপাড়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে এ সফরের আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে মোমেন ব্লিংকেনকে একটি চিঠি দিয়েছেন। '৭৩ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যারা পররাষ্ট্র বিষয়ক ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কংগ্রেস কমিটির সদস্য।
আরইউ/এসএন