বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইন্টারনেটের মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

ছবিঃ সংগৃহীত

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দেশের ব্যান্ডউইথ সরবরাহকারী ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি এবং দেশেজুড়ে ইন্টারনেটের সংযোগ সঞ্চালনের দায়িত্বে থাকা ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবামূল্য পূণঃনির্ধারণ বা সংশোধন এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক বেধে দিতে সাত দিনের সময় দিয়ে একটি আইনিটি নোটিশ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি তানিজিলা রহমান জুঁই তার পক্ষে এই আইনি নোটিশ পাঠান।

বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে প্রধান দু’টি লেয়ার আইআইজি ও এনটিটিএন’র প্রাইজ এখনও অনেক বেশি। এক দেশ এক রেট এর আওতায় যখন ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ নির্ধারণ হয়, তখন এই দু’টি লেয়ারে প্রাইজ কমানোর কথা ছিল। কিন্তু তা কমানো হয়নি। এখন আবার ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ দিতে চাচ্ছে সরকার। ঢাকায় এখনও ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু সেটি কোনো কাজের নয়।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি আইআইজি ও এনটিটিএন’র লেয়ারে প্রাইজ কমাতে ও ইন্টারনেটের গুণগত মান নির্ধারণ করে কোয়ালিটি সেবা দেওয়া হোক। ৫ এমবিপিএস কোনো ব্রডব্যান্ড ইন্টারনেটই নয়, বরং ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হতে হবে ২০ এমবিপিএস। গ্রাহক স্বার্থ বিবেচনায় এই নোটিশ পাঠানো হয়েছে।’

এই নোটিশ পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, বিটিআরসির মহাপরিচালক আশিস কুমার কুণ্ডু, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হককে।

নোটিশে বলা হয়, গ্রাহকের প্রয়োজন মানসম্পন্ন এবং সর্বনিম্ন ২০ এমবিপিএস গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট। কিন্তু, সেবার মান নির্ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইজি ও এনটিটিএন’র সেবার মূল্য নামিয়ে আনা। যেহেতু, ব্রডব্যান্ড ইন্টারনেটের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশন ওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক)। যা গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য এই মাধ্যম দুটির কোয়ালিটি এবং মূল্য পুনর্নির্ধারণ করা অতি আবশ্যক। কিন্তু, নিয়ন্ত্রক কমিশন যদি গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমিয়ে দেয় তাহলে অর্থের দিক থেকে হয়ত গ্রাহক উপকৃত হবে; কিন্তু সেবার মান আরো কমে যাওয়ার আশঙ্কা থাকে।

নোটিশে আরও করা হয়, যেহেতু, নিয়ন্ত্রক সংস্থা কিছু আইআইজিকে মনোপলি ব্যবসার লক্ষ্যে ২০২১ সালে ৩৬৫ টাকা ব্যান্ডউইথ রেট ধার্য করে। তাছাড়া, বর্তমানে সকল আইআইজি ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে সেল করে। একইভাবে ২০২১ সালে এনটিএন এর প্রতি এমবি সর্বনিম্ন ২৫ টাকা ধার্য করে রেখেছে। অথচ এনটিটিএনরা ৯ থেকে ১২ টাকার মধ্যে বর্তমানে ডাটা ক্যাপাসিটি বিক্রি করছে। মুক্তবাজার অর্থনীতিতে কম্পিটিশনের মাধ্যমে প্রাইস কমে যাচ্ছে, অথচ বিটিআরসি কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিয়ে বাবসা করার জন্য প্রাইজ বেধে দিচ্ছে যা মোটেও কাম্য নয়।

ওই নোটিশে আরও বলা হয়, আইআইজি ও এনটিটিএন-এর মূল্য পুনর্নির্ধারণ করে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীদের সামর্থ্যের মধ্যে এনে দেওয়া হলে গ্রাহক পর্যায়ে মূল্য কমিয়ে এনে মান নির্ধারণ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্ভব। গ্রাহকের কল্যাণার্থে আইআইজি এবং এনটিটিএন এর মূল্য পুনর্নির্ধারণ বা সংশোধন করা ও সেইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণ করা একান্ত জরুরি।

বিষয়টি সাত দিনের মধ্যে সমাধান করা না হলে নোটিশ দাতা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ওই নোটিশে জানানো হয়।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূ-গর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএন-এর মূল্য বিটিআরসি নির্ধারণ করে থাকে।

Header Ad
Header Ad

১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ১৪টি পদে ১৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ০৮ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: যে কোনো স্থান।

বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। ক্রমিক ৮, ৯ ও ১০ নং পদের ক্ষেত্রে ১৮-২০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর করে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ১১২ টাকা, ৮-১৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Header Ad
Header Ad

বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মদ্যপ এক যাত্রীর অশালীন আচরণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাতাল ওই যাত্রী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন।

বুধবার (৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় বিমানের কর্তৃপক্ষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৩৩৬-এ ঘটে এই অশালীন ঘটনা। মদ্যপ ওই ভারতীয় যাত্রী সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করেন। এয়ার ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে, তবে কেন এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এই ঘটনা জানাজানি হওয়ার পর বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে ব্যাংককে সহায়তার প্রস্তাব দেয়, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। ঘটনাটি শোনার পর, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এ ধরনের ঘটনা ঘটলে, মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’’

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটের ক্রু ওই সময়ে সমস্ত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি

চলতি বোরো মৌসুমে সরকারি সংগ্রহে ৪ টাকা বেশি দামে ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে, যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল অন্তর্ভুক্ত। ধান কেনা হবে প্রতি কেজি ৩৬ টাকায় এবং সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকায়। এছাড়া, ৩৬ টাকায় গমও কেনার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত বছরের তুলনায় এবার কিছুটা বেশি দাম নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি কেজি বোরো ধান ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় কেনা হয়েছিল।

অর্থ উপদেষ্টা বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও সার ও চাল আমদানির মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে, ফলে গত বছরের সংগ্রহের লক্ষ্যমাত্রা সফলভাবে পূর্ণ হয়েছে। তিনি জানান, এই বছরও ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া যথাযথভাবে চলবে।

এছাড়া, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। কৃষি মন্ত্রণালয়ের প্রদত্ত উৎপাদন খরচের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে এবং পয়লা বৈশাখ থেকে সংগ্রহ অভিযান পুরোদমে চলবে।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা
‘অতি গোপনীয় অভিযোগ’ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা