বিচারপতি মানিকের মৃত্যু! যা জানা গেলো
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবিঃ সংগৃহীত
আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।
উল্লেখ্য: ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৯ দিন আত্মগোপনে থাকার পর গত ২৪ আগষ্ট ২০২৪ সালে ভারতে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে বিজিবির হাতে আটক হন আলোচিত-সমালোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তারপর থেকেই তিনি কারাগারে আছেন।