‘বাংলাদেশ-ভারত সম্পর্কের স্বর্ণযুগ চলছে’
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত দেশের সম্পর্কের স্বর্ণযুগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দুই পররাষ্ট্রসচিব। এর আগে তাদের মধ্যে প্রায় একঘণ্টার বৈঠক হয়।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের মধ্যে যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
‘ভারতের সঙ্গে আমাদের বহুমাত্রিক ইস্যু রয়েছে। কিছু পেন্ডিং ইস্যুও আছে। সবগুলো নিয়ে আলোচনা করেছি। কীভাবে অগ্রসর হওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি। ট্রেড, বর্ডার নিয়েও আলোচনা করেছি। কোভিড কো-অপারেশন নিয়ে কথা বলেছি আমরা,’ তিনি বলেন।
গ্রিন এনার্জি, কানেক্টিভিটিসহ নানা বিষয় নিয়ে কথা বলা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই পক্ষের সম্পর্কের স্বর্ণযুগ চলছে। সোনালী অধ্যায় চলছে।’
বাংলাদেশে ফিরে আসতে আনন্দিত জানিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ দুই দেশের জন্য। এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসছেন ১৬ ডিসেম্বর।
অভিন্ন ইস্যুতে কথা হয়েছে জানিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোভিড কো-অপারেশন, গ্রিন এনার্জি নিয়ে কথা হয়েছে। কোভিড কো-অপারেশন, গ্রিন এনার্জি নিয়ে কথা হয়েছে। কানেক্টিভিটি, বর্ডার ও ট্রেড নিয়ে কথা হয়েছে যেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন।
বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের জনগণ ও সেনাবাহিনী রক্ত দিয়েছিল উল্লেখ করে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আমরা বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার-বন্ধু হতে পেরে আনন্দিত।’
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, তিনি এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব।
এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন।
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। রাষ্ট্রপতির সফর সামনে রেখেই সফর করছেন দেশটির পররাষ্ট্রসচিব।
আরইউ/এমএমএ/