সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেন দুদকের সেই শরীফ

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহাল করার আবেদন করেছেন। গত ১৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা বরাবর তিনি আবেদন করেন।

জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওই দিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর হাসিনা সরকারের আমলে অত্যাচার-অবিচারের শিকার হওয়া বেশিরভাগ ব্যক্তিরা তাদের অধিকার ফিরে পান। কিন্তু দুদকের শরীফকে তার চাকরি ফেরত দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর একটি মানবিক আবেদন করেন শরীফ উদ্দিন। এতে নিজের করা সাহসী নানা অভিযানের তথ্য উল্লেখ করা হয়। সার্বিক বিষয় পুনর্বিবেচনা করে তার চাকরি ফেরত দেওয়ার আবেদন করেন শরীফ।

আবেদনে শরীফ জানান, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুদকে দায়িত্ব পালনের সময় তিনি প্রায় ৫০টি মামলা ও ২০টির বেশি চার্জশিট দাখিল করেছেন। কক্সবাজার এলএ শাখায় সাড়ে ৩ লাখ কোটি টাকার দুর্নীতির চার্জশিট তৈরি করে ১৫৫ জনকে আসামি করার সুপারিশ করেন। তবে এসব কার্যক্রমের কারণে তিনি প্রভাবশালী মহলের রোষানলে পড়েন এবং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্ব পালনকালে মো. শরীফ উদ্দিন একের পর এক দুর্নীতিবাজকে আইনের আওতায় আনেন। যা তাকে সাধারণ মানুষের কাছে পরিচিতি এনে দেয়। উপসহকারী পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় তার দায়ের করা মামলাগুলোর বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল। এই কারণে প্রভাবশালী মহলের চাপে পড়েন তিনি।

শেষ পর্যন্ত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। ওই সময় তাকে অপসারণের প্রতিবাদে আন্দোলন হয় সারাদেশে। দুর্নীতি দমন কমিশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়।

Header Ad
Header Ad

অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত

ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা আগে ছিল ৪০৫ মার্কিন ডলার। এই সিদ্ধান্ত সোমবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। রফতানি মূল্য কমানোর পেছনে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পেঁয়াজ আমদানির খরচ কমায় বাংলাদেশি আমদানিকারকদের জন্য এটি সুবিধাজনক হবে। এক ট্রাকে পেঁয়াজ আমদানিতে প্রায় ৪ লাখ টাকা খরচ কমবে, যা দেশের বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

ভারতে পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় এবং দাম কমতে থাকায় কৃষকরা আন্দোলন শুরু করেন। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই ভারত সরকার রফতানি মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়।

দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে ভারতীয় পেঁয়াজের রফতানি মূল্য কমানো বাংলাদেশি আমদানিকারকদের জন্য স্বস্তির বিষয় হলেও স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষ দিকে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে স্বল্পমেয়াদি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শৈত্যপ্রবাহের প্রভাব প্রথমে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অনুভূত হবে। পরে এটি দক্ষিণ-পূর্ব অঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়তে পারে। শৈত্যপ্রবাহ চলাকালীন দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে। বিশেষ করে, মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

শৈত্যপ্রবাহ শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েক দিনে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে।

এবারের শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Header Ad
Header Ad

হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল

খালেদা জিয়া ও আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বিগত ১৫ বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। এতো অত্যাচারের পর শেখ হাসিনার ওপর রাগ হয়না আপনার?

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন।

চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ-খবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাসে এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, আমি অবাকই হই। পনেরটা বছর কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছে শেখ হাসিনা বেগম জিয়া’র প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনা-কে নিয়ে।

তিনি আরো লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। উনার সাথে একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। তিনি গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহ্-র কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি
হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ