সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা আজ
ছবি: সংগৃহীত
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত থাকলেও, অতিরিক্ত কিছু পরীক্ষার প্রয়োজন হওয়ায় সময় একদিন বাড়ানো হয়েছে। এ বিষয়ে ক্যাবিনেট থেকে অনুমতি নেওয়া হয়েছে। তিনি বলেন, "আজকের রাতেও কিছু টেস্ট হবে। আগামীকাল (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করা হবে।"
তদন্ত কার্যক্রমে সেনাবাহিনী, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), বুয়েট, পুলিশ, এবং আইসিটি বিভাগসহ বিভিন্ন টিম কাজ করছে। আলামত সংগ্রহ, বিশ্লেষণ এবং ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে তদন্ত এগিয়ে চলছে। কিছু আলামত বিদেশেও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান নাসিমুল গনি।
এদিকে, ৪ দিন নিষেধাজ্ঞার পর আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। দুপুর ২টার দিকে গণমাধ্যমের তালিকা ধরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়। তবে সচিবালয় এখনো পুরোপুরি সচল হয়নি। সীমিত আকারে যানবাহন এবং কর্মকর্তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নির্বাপণে আরও ৫ ঘণ্টা সময় লাগে।