সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ নভেম্বর তিনজন নতুন উপদেষ্টা শপথ নেওয়ার পর উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা এখন ২৪ জনে উন্নীত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের এই ১০০ দিন পূর্তি জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এই সময়ের মধ্যে সরকার সংস্কারমূলক কার্যক্রম ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণটি জাতির উদ্দেশে সরকারের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।