সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ মো. সাকিব রায়হান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের ই-ব্লক থেকে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বেনু ইলিয়াস মোল্লার প্রধান সহযোগী হিসেবে পরিচিত। গত ১৯ জুলাই মিরপুর-৬ এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবের বাবা শেখ আজিজুর রহমান এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ অক্টোবর পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ সাকিব হত্যায় বেনুর সংশ্লিষ্টতা নিশ্চিত করে এবং তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।