অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
ছবি : ঢাকাপ্রকাশ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবেন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সংখ্যা ২৬-এ উন্নীত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত নাম প্রকাশ করেননি। এদিকে বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো সূচিতে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের উল্লেখ থাকলেও শপথ গ্রহণকারীদের নাম প্রকাশ করা হয়নি।
বিশ্বস্ত সূত্র মতে, নতুন পাঁচজন উপদেষ্টার মধ্যে থাকছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. সায়েদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং পুলিশের সাবেক আইজিপি খোদা বকশ।
উল্লেখ্য, ডা. সায়েদুর রহমান বিএসএমএমইউ-তে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন গত ২৭ আগস্ট। তিনি একজন সুপরিচিত চিকিৎসক। আর মোস্তফা সরয়ার ফারুকী দেশের চলচ্চিত্র জগতের অগ্রণী পরিচালক এবং শিল্পী হিসেবে সুপরিচিত।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, নতুন উপদেষ্টাদের নিয়োগের পর বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত ১৭ আগস্ট আরও চারজন উপদেষ্টা শপথ নেন, যার ফলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় ২১ জন। নতুন পাঁচজন যোগ হলে এ সংখ্যা হবে ২৬।