তথ্য ও খবর গুম হওয়া ঠেকাতে সজাগ থাকার আহ্বান পিআইবি মহাপরিচালকের
ছবি: সংগৃহীত
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, তথ্য জানা জনগণের অধিকার, এবং এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা অন্যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ফারুক ওয়াসিফ বলেন, তথ্য গোপন করার মাধ্যমে দুঃশাসনের সুযোগ তৈরি হয়। গণমাধ্যমের নিরলস প্রচেষ্টার ফলে জনগণ পূর্ববর্তী সরকারের নানা অনিয়ম ও লুটপাট সম্পর্কে জানতে পেরেছিল। তিনি সতর্ক করে বলেন, যাতে ভবিষ্যতে কেউ তথ্য ও খবর গুম করার সুযোগ না পায়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তথ্য যখন জনগণের হাতে আসে, তখন তা শক্তিতে রূপান্তরিত হয়। তিনি বলেন, জনগণ যদি আগে থেকেই লুটপাট, ষড়যন্ত্র এবং গোপন চুক্তির খবর জানতো, তাহলে আরও আগেই জনগণের মুক্তি সম্ভব হতো।
তথ্যের অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই অধিকারকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তা পাঠ্যপুস্তক, সরকারি প্রচার ও শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের তথ্যের অধিকারের বিষয়ে সচেতন করে তোলা গেলে, তারা ভবিষ্যতে তাদের পরিবার ও সমাজের জন্য তথ্যের লড়াইয়ে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, পূর্বে রাষ্ট্রীয়ভাবে তথ্য গোপন রাখার সংস্কৃতি প্রচলিত ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী। বক্তারা আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে তথ্যপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও উন্মুক্ত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক শেখ দিদারুল আলম এবং অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।