বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | ১৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু

আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। তিনি নো‌বেলজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকা‌রের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে কূট‌নৈ‌তিক সূ‌ত্রে জানা গেছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি মার্কিন প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে।

কূটনৈতিক সূত্র জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দফতরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এছাড়া সেই প্রতি‌নি‌ধিদ‌লে র‌য়ে‌ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সব‌শেষ, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মা‌সে মার্কিন এক‌টি প্রতি‌নি‌ধিদলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

Header Ad
Header Ad

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আশরাফুল আলম খোকন। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য প্রকাশ করেন।

আক্তার হোসেন জানান, আশরাফুল আলম খোকন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে তিনটি ব্যাংকে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটি বাড়িও কিনেছেন তিনি।

এছাড়া, দুদক মহাপরিচালক বলেন, আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২), এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, খোকনের স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার স্বামীর ক্ষমতা অপব্যবহার করে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬৬ টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং ৬ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে তার ব্যাংক হিসাবে। তার বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম

হিরো আলম। ছবি: সংগৃহীত

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমপি পদ ফেরত চেয়েছেন। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি জানান।

স্ট্যাটাসে হিরো আলম বলেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

 

Header Ad
Header Ad

মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির

মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন লিওনেল মেসি, তবে তার খেলার মধ্যে বয়সের কোনও প্রভাব পড়েনি। মেসি ভক্তরা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি পরা তাকে দেখতে চাইছেন, কিন্তু মেসি এখনও এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। এবার মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি মেসির বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও কিছু বলার আগ্রহ দেখাননি। বরং তিনি সময়ের ওপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তিনি মেসিকে এই বিষয়ে বিরক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "আমরা দেখব কী হয়, এখনও অনেক সময় রয়েছে। একে একে ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে। নয়তো আমাদের বারবার একই কথা বলতে হবে।"

লিওনেল মেসি ও স্কালোনি। ছবি: সংগৃহীত

এছাড়া, স্কালোনি বলেন, "আমাদের উচিত তাকে একটু বিশ্রাম দেওয়া। সময় আসলে আমরা দেখব। মেসি যা চায়, সেটা তার উপরেই নির্ভর করে। দয়া করে তাকে বিশ্বকাপ নিয়ে অযথা চাপ সৃষ্টি করবেন না।"

এটি একদম নতুন নয় যে, স্কালোনি আগে থেকেই মেসির উপর কোনও চাপ চাপাতে চান না। তিনি বলেছিলেন, "আমার একমাত্র চাওয়া, সে যেন সুখী থাকে। সে যা করতে চায়, তা সে নিজেই ঠিক করবে। তার ভবিষ্যত সম্পর্কে আমরা কিছু বলতে পারি না।"

২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, এবং এটি হবে প্রথম ৪৮ দল নিয়ে আয়োজিত ফুটবলের সবচেয়ে বড় আসর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম
মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন ট্রাম্প
মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয়: ইঞ্জিনিয়ার ইশরাক
নওগাঁয় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর
ঈদযাত্রার চতুর্থ দিনেও হয়নি শিডিউল বিপর্যয়, ভিড় কম  
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রকৌশলীর বাড়িতে চুরি
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
শিগগিরই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন !
ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প জরুরি পরিদর্শনের সিদ্ধান্ত
টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি: অর্থ উপদেষ্টা
যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়
পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার
জিকে শামীমের দুর্নীতি মামলায় রায় আজ  
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে : প্রধান উপদেষ্টা  
আজ পবিত্র লাইলাতুল কদর  
ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ