ডিএমপির ডিসি, এডিসিসহ ২০ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির সাত উপপুলিশ কমিশনার (ডিসি), ১২ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বদলিকৃত সাত ডিসি হলেন- ডিসি ফারুক আহমেদকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, মো. আসফাকুজ্জামান আকতারকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, শাহরিয়ার আলীকে মতিঝিল বিভাগে, রওনক জাহানকে উত্তরা বিভাগে, মোহাম্মদ রুহুল কবীর খানকে তেজগাঁও বিভাগে, রওনক আলমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে ও মোহাম্মদ সোহেল রানাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠুকে পিরোজপুর সার্ভিস ট্রেনিং সেন্টারে, রুবাইয়াত জামানকে সুনামগঞ্জ সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. রফিকুল ইসলামকে এপিবিএনে, মির্জা সালাউদ্দিনকে রাজশাহীর বিপিএ সারদাতে, এস এম জাহাঙ্গীর হাসানকে নৌ-পুলিশে, মোহাম্মাদ শহিদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, মাসুক মিয়াকে রেলওয়ে পুলিশে, কাজী মাকসুদা লিমাকে টাঙ্গাইল পিটিসিতে, বদরুজ্জামান জিল্লুকে কুষ্টিয়া সার্ভিস ট্রেনিং সেন্টারে, খন্দকার রবিউল আরাফাতকে র্যাবে, মো. ইলিয়াস হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমানকে রাজশাহী সারদায় বদলি করা হয়েছে।