ভুটান-ভারতের স্বীকৃতির স্মরণে ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ
বাংলাদেশকে ভুটান ও ভারতের স্বীকৃতির স্মরণে সোমবার জাতীয় প্রেসক্লাবে ডাকটিকিট অবমুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান ও ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম হয়। এ উপলক্ষে ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটাকার্ড ও সিলমোহর প্রকাশ করেছে ডাক অধিদফতর।
সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এগুলো অবমুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকার ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল,সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, স্বাধীনতার আগেই বাংলাদেশের অস্থায়ী সরকারকে ভুটান ও ভারতের স্বীকৃতি স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। ভুটান-ভারতের পথ প্রদর্শনমূলক ও অগ্রবর্তী স্বীকৃতিকে বাংলাদেশের জনগণের প্রতি মহত্ত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরইউ/এসএন