রেল সচিব ড. হুমায়ুন কবীরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ড. মোঃ হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মোঃ হুমায়ুন কবীর, পরিচিতি নম্বর-৫৭৫৩ এর সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ড. হুমায়ুন কবীরের সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২০ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য একই মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।