দুদক কার্যালয়ে শুনশান নীরবতা, ডিডি পদে ২৪ জনের পদোন্নতি
দুদক কার্যালয়। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। যার প্রভাব পড়েছে রাজনীতি, প্রসাশন থেকে শুরু করে সকল মহলে। পাল্টে যাচ্ছে চিরচেনা রূপ। এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই বিরাজ করছিল শুনশান নীরবতা।
এদিন দুদকের নিজস্ব জনবলের কর্মকর্তারা চেয়ারম্যান দপ্তরে ভিড় করতে থাকেন। তারপর উপপরিচালক (ডিডি) পদে ২৪ জনের পদোন্নতির অনুমোদন দেয় কমিশন। পদোন্নতির আদেশ দিয়ে চেয়ারম্যান, দুই কমিশনার ও সচিব অফিস থেকে বের হয়ে যান।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুদক কার্যালয় খালি হতে থাকে। অফিস থেকে বের হওয়ার হিড়িক পড়ে যায়। তবে কয়েকজন কর্মকর্তা অফিসে অবস্থান করছেন। তারা বলেন, নাশকতা করার জন্য গুজব ছড়িয়ে অফিস খালি করা হয়েছে।
তার আগে সকাল সাড়ে ১১টায় দুদকে আসেন চেয়ারম্যান। সকাল ১১টায় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক আসেন। পৌনে ১২টায় আসেন কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুন।
উদ্ভূত পরিস্থিতিতে নতুন কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে কয়েকজন ডিজি ও দুদক সচিব গণমাধ্যমকে বলেন, কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। দুর্নীতিবাজদের ধরতে এখনই বিশেষ কোনো তালিকা করা হয়নি।
দুদক সূত্রে জানা গেছে, চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন আজ (৭ আগস্ট) দুদকে আসতে পারেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে হাসিনা গত সোমবার পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে।
তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে; সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই।
এছাড়া কোটাবিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে।