ভারতের সঙ্গে ‘রক্তের সম্পর্ক’ উদযাপন করতে চান পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় প্রেসক্লাবে সোমবার ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামে আলোচনা সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের সেনাবাহিনী ও জনগণ আমাদের যুদ্ধে রক্ত দিয়েছে। এতে তাদের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তৈরি হয়েছে সেটিকে আরও গভীরভাবে উদযাপন করতে চাই।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ঐতিহাসিক প্রথম স্বীকৃতির ৫০ বছর উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামে আলোচনা সভাটির আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম।
১৮টি দেশে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগামীতে এ অনুষ্ঠান আরও বড় পরিসরে করব।
পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই, যে দল এদেশে স্বাধীনতা এনেছিল জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব। এ ছাড়া সংসদ সদস্য আরমা দত্ত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারোয়ার আলী, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
আরইউ/এসএন