২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৫৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৪০ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল (৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে দুইজন মারা গেছেন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনাক্ত রোগীদের মধ্যে পুরুষ ছিলেন বেশি—৬৩ দশমিক ১ শতাংশ (৬৩,৮৮৬ জন), আর নারী ছিলেন ৩৬ দশমিক ৯ শতাংশ (৩৭,৩২৮ জন)। তবে মৃত্যুর হারে নারীরা সামান্য এগিয়ে—মোট মৃত্যু ৫৭৫ জনের মধ্যে নারী ৫১ দশমিক ১ শতাংশ (২৯৪ জন) এবং পুরুষ ৪৮ দশমিক ৯ শতাংশ (২৮১ জন)।
২১-২৫ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন (১৫,১১০ জন), যার মধ্যে পুরুষ ১০,২৮৪ জন। এছাড়া ২৬-৩০ বছর বয়সে ১৪,০৬৩ জন এবং ১৬-২০ বছর বয়সে ১৩,১৩৫ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (২১,২৫৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের অঞ্চল (১৮,৭৪১ জন) এবং তৃতীয় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (১৭,৮৭৯ জন)।
মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (২৩৯ জন)। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (১০৪ জন) এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকা (৫১ জন)। তবে সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।
২০২৪ সালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে (৩০,৮৭৯ জন)। মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি নভেম্বর মাসে (১৭৩ জন)।
ডেঙ্গু সংক্রমণের মাসভিত্তিক শনাক্ত এবং মৃত্যু:
- জানুয়ারি: শনাক্ত ১,০৫৫; মৃত্যু ১৬
- ফেব্রুয়ারি: শনাক্ত ৩৩৯; মৃত্যু ৫
- মার্চ: শনাক্ত ৩১১; মৃত্যু ৬
- এপ্রিল: শনাক্ত ৫০৪; মৃত্যু ২
- মে: শনাক্ত ৬৪৪; মৃত্যু ১২
- জুন: শনাক্ত ৭৯৮; মৃত্যু ৮
- জুলাই: শনাক্ত ২,৬৬৯; মৃত্যু ১৪
- আগস্ট: শনাক্ত ৬,৫২১; মৃত্যু ৩০
- সেপ্টেম্বর: শনাক্ত ১৮,০৯৭; মৃত্যু ৮৭
- অক্টোবর: শনাক্ত ৩০,৮৭৯; মৃত্যু ১৩৫
- নভেম্বর: শনাক্ত ২৯,৬৫২; মৃত্যু ১৭৩
- ডিসেম্বর: শনাক্ত ৯,৭৪৫; মৃত্যু ৮৭
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বাড়ানো ও কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।