বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

২৩ নাবিকসহ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

২৩ নাবিকসহ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার ঠিক এক মাসের মাথায় চট্টগ্রাম বন্দরের বহিনোঙর কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় জাহাজটি নোঙর করে। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুতুবদিয়ায় চুনাপাথরের কিছু চালান খালাস করে জাহাজটি ১৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর বন্দর জেটিতে আসবে এমভি আব্দুল্লাহ। এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসা হবে।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহ বর্তমানে কুতুবদিয়ায় নোঙর করেছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের লাইটার জাহাজে মঙ্গলবার সরাসরি সদরঘাট কেএসআরএম জেটিতে নিয়ে আসা হবে। সেখানেই তাদের বরণ করা হবে।

তিনি বলেন, নাবিকদের জেটিতে বরণ করার জন্য কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নাবিকদের স্বজনদের কেউ কেউ এ সময় জেটিতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। তারা নাবিকদের বরণ করে নেবেন।

জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান এসআর শিপিং সূত্রে জানা গেছে, মঙ্গলবার এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নেবে নতুন একটি নাবিক দল। বর্তমান নাবিকরা দীর্ঘ ভ্রমণ ও জিম্মিদশার ট্রমা কাটিয়ে ওঠার জন্য ছুটিতে যাবেন। তবে তারা মঙ্গলবারেই ছুটি পাচ্ছেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে নানা শঙ্কায় ছিলেন জিম্মি নাবিকদের স্বজনরা। দীর্ঘদিন পর তাদের অপেক্ষার প্রহর ফুরাল।

শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের নাবিকরা সুস্থ আছেন। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। জাহাজে বর্তমানে যে ২৩ জন ক্রু আছেন তাদের আগামীকাল মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাবেন।

এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ জাহাজটি ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় তারা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে। সেখান থেকে রওনা দেওয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে।

এর আগে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে নাবিকসহ ২০১০ সালে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়।

Header Ad

মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা

ছবি : ঢাকাপ্রকাশ

অভাব-অনটনের সংসার তার। অন্যের দোকানে টেইলারিং (দর্জির) কাজ করতো। দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেও কখনো সফলতার আলো দেখতে পাননি। ভাগ্যের চাকায় অভাবের শনি লেগেই তো। কোনো রকম খেয়ে না খেয়ে সংসার চালিয়ে আসলেও সন্তানদের লেখাপড়া খরচ বহন করতে পারতো না। কি করবেন এটা ভেবে মানুষিকভাবে এনিয়ে দুশ্চিন্তায় থাকতেন থাকতেন।

এমন পরিস্থিতিতে হতাশায় ভুগতে থাকে। একপর্যায়ে এক বন্ধুর পরামর্শ ও সহযোগিতায় বাড়ির আঙিনায় পরীক্ষামূলকভাবে চাষ করেন রাজশাহীর মিষ্টি পান। এরপর মিষ্টি পান চাষেই তার ভাগ্যের চাকায় স্বচ্ছলতা ফিরে আসে। পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এদিকে, পান চাষের তার এমন সফলতা দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বলছিলাম টাঙ্গাইলের নাগরপুরের ৩৮ বছর বছর বয়সী হতদরিদ্র কৃষক মো. জহুরুল ইসলামের সফলতার গল্প। জহুরুল ইসলাম উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব আলীর ছেলে। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার তার।

জহুরুল ইসলাম বলেন, ২০২১ সাল থেকে আমি পান চাষ করছি। উপজেলায় আমিই প্রথম রাজশাহীর মিষ্টি পানের চাষ শুরু করি। পানের বরজ তৈরি করতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়। কোনো সমস্যা হলে রাজশাহীর চাষিদের পরামর্শ নিই। পান চাষে এ পর্যন্ত ২ লাখ টাকা লাভ হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভের পরিমাণ বাড়বে।

তিনি বলেন, আমি এই বাগানের পান স্থানীয় হাট-বাজারসহ জেলার অন্যান্য উপজেলাতেও পাইকারি বিক্রি করি। মাঝে মাঝে বিক্রির জন্য রাজশাহীতেও পাঠাই। এ বছর ঝড় ও টানা বৃষ্টিতে বরজের প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বেশ কিছু পান গাছ মারা গেছে। পোকার উপদ্রব ঠেকাতে ওষুধ ছিটানো ছাড়া অতিরিক্ত কোনো খরচ নেই বলে পান চাষ লাভজনক।

স্থানীয় কৃষক হামিদ খান ও কাদের আলীসহ অনেকে বলেন, মিষ্টি পান চাষের আগে জহুরুল অতিকষ্টে জীবনযাপন করতো। পরে অনেক কষ্ট করে রাজশাহীর মিষ্টি পানের একটি বরজ তৈরি করেছে। আমরা তার এখান থেকে পান কিনে খাই। পানের স্বাদ রাজশাহীর পানের মতোই। তার এমন দারুণ সফলতা দেখে আমরা নিজেরাও মিষ্টি পান চাষের জন্য আগ্রহ প্রকাশ করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন জানান, পান চাষে সফল জহিরুল ইসলাম। তিনি তার ২৫ শতাংশ জমিতে পান চাষ করেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পানের বাগানের খোঁজ-খবর রাখছি এবং পরামর্শ দিয়ে আসছি। এছাড়া পান চাষের জন্য উপযোগী নাগরপুর। উপজেলার পান চাষে উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগ্রহীদের সবধরণের সহযোগীতা করা হবে।

Header Ad

ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি প্রাইভেটকার পথচারীদের ওপর চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি গাড়ি নিয়ে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান। গাড়িটি স্পোর্টস সেন্টারের সামনে থাকা প্রতিবন্ধকতা ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেন তিনি। এতে অনেকেই গাড়ির নিচে চাপা পড়েন, এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালক ফ্যান নিজেও গুরুতর আহত হয়ে কোমায় আছেন। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও সাধারণ পথচারীরা আহতদের সেবা দিতে এগিয়ে আসেন। তবে বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad

বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন সদ্য অন্তর্বর্তী সরকারে নিয়োগ পাওয়া উপদেষ্টা । তাদের দুজনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকরের দাবি জানানো হয়েছে এই নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্কিতমুক্ত হোক।

গত রোববার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ দেন মাহফুজ আলম, সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলমকে নিয়ে কোনো বিতর্ক না উঠলেও বাকি দুজনকে নিয়ে তুমুল বিতর্ক ওঠে।

ফারুকীকে নিয়ে বিতর্কের কারণ হলো, ফারুকী ও তার অভিনেত্রী স্ত্রী তিশা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ রয়েছে। অনেকে শেখ হাসিনার সাথে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছেন।

অন্যদিকে সেখ বশির উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি সেখ আফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি এমন তথ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তার নাম সম্বলিত মামলার কাগজের ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে এটি সঠিক কি না তা যাচাই করা হচ্ছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়
কপ ২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ
আন্দোলনকারীদের রাজাকার বলা সেই জাবি অধ্যাপক বরখাস্ত
পত্রিকার সঠিক প্রচার সংখ্যা প্রকাশে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য উপদেষ্টা