বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেছেন, বাজারে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে। ক্যাপাসিটির বেশি অবৈধ মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ছয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মিলারদের সঙ্গে বৈঠক বসেছিলাম তারা বলেছে কর্পোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ধান কিনছে মজুতও করছে। কর্পোরেট প্রতিষ্ঠান মোটা চালের ব্যবসা না করলে আমাদের সঙ্গে বসার প্রয়োজন ছিল না। মিলাররা আপনাদের দিকে আঙ্গুল তোলে। মিডিয়াও দোষারোপ করে। আমরা প্রকৃত চিত্র জানতে চাই।

খাদ্যমন্ত্রী আরও বলেন, কর্পোরেট প্রতিষ্ঠান ভ্যালু অ্যাড করে বাজারে পণ্য বিক্রি করে। সে কারণে তারা বেশি দামে বাজার থেকে ধান কেনায় ব্যস্ত হয়ে পড়ে। বাজার থেকে অল্প পরিমাণ ধান কিনলেও তার প্রভাব পড়ে খুব বেশি। তখন অন্যরাও বেশি দামে ধান কিনতে বাধ্য হয়। এটা বাজারের জন্য অশুভ বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন ব্রান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে, যেটাতে এমআরপি লেখা থাকে। আমরা চাই পাশাপাশি মিলগেটের দামও লেখা থাকুক। বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে হঠাৎ করে কিংবা অযৌক্তিকভাবে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না।

খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, প্রতিযোগিতামূলকভাবে বাজারে কেউ ধান চাল কিনছে কিনা বা অবৈধ মজুত করছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ ক্যাপাসিটির বাইরে মজুত করার চেষ্টা করলে প্রয়োজনে মজুত ক্যাপাসিটি রিভিউ করবো।

সিটি গ্রুপ, স্কয়ার, প্রাণ আরএফএল, মেঘনা গ্রুপ, এসিআই ও আকিজ এসেনশিয়াল এর প্রতিনিধিরা সভায় অংশ নেন। এ সময় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বস্তায় মিল গেটের মূল্য লেখার বিষয়ে সম্মতি জানায়। প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাপাসিটি ও ক্রয়–বিক্রয়ের চিত্র তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. শহিদুল আলমসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্ম কর্তাগণ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা

অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে বাংলা সিনেমা। ছবি: সংগৃহীত

প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে অস্কারে ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা সিনেমা ‘পুতুল’। শুধু তাই নয়, সেখানেই আরও ‘মোয়ানা টু’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মতো আরও ৩৮ টি ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখার্জি।

গত সোমবার (৬ জানুয়ারি)দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস একটি তালিকা প্রকাশ করেছে । যেখানে জায়গা পেয়েছে মোট ৩২৩টি চলচ্চিত্র। এই তালিকায় জ্বলজ্বল করছে ইন্দিরার ‘পুতুল’।

এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’। মোট ৩২৩টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে রয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷

এ ছাড়া আরও ৬টি ভারতীয় সিনেমা রয়েছে এই তালিকায়, সেগুলো হলো ‌‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম-দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’।

এর আগে অস্কারে নির্বাচিত হয়েছিল ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। এটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে শেষ পর্যন্ত অস্কার থেকে ছিটকে যায় গানটি। অবশ্য এ নিয়ে দুঃখ নেই ইন্দিরার। বরং তার মতে, ‘ইতিহাস তৈরি করতে পেরেছি।’

এবার ছবি জায়গা পাওয়ায় নির্মাতা বলেন, ‘অস্কার কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার কাজ, আমার ডিরেকশন, আমার লেখা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগিতা করছে। আরও একটি গর্বের বিষয়, একাডেমি ওয়েবসাইটেও এখন রয়েছে।’

আজ (৮ জানুয়ারি) থেকে ৯৭তম অস্কারে বেস্ট পিকচার্স বিভাগে মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এরপর ১৭ জানুয়ারি ঘোষিত হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর অস্কার প্রদান অনুষ্ঠানের আসর বসবে চলতি বছরের ২ মার্চ।

Header Ad
Header Ad

পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল

সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাত দফা দাবি নিয়ে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবনে যমুনায় পৌঁছেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় পুলিশি প্রহরায় এই প্রতিনিধি দল যমুনায় যায়।

প্রতিনিধিদলের মধ্যে তিনজন ছাত্র প্রতিনিধি এবং ছয়জন বিডিআর সদস্যের পরিবার সদস্য রয়েছেন। তারা বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির পাশাপাশি বিদ্রোহের ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এরপর তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগ থানার সামনে পৌঁছানোর পর পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়। পুলিশি বাধার পর, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যায়, অন্যরা শাহবাগে অবস্থান করে।

এ আন্দোলনের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এর প্রভাব আশপাশের সড়কেও পড়তে থাকে, যেখানে যানবাহন চলাচল ধীর হয়ে যায়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার গত কয়েকদিন ধরেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজকের পদযাত্রাও তারই অংশ ছিল। এই কর্মসূচির মাধ্যমে তিনি মূলত বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিদ্রোহের সঠিক তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Header Ad
Header Ad

লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করা হবে বলে হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে খালেদা জিয়ার যাত্রা শুরু হয়। রাত ৮টা ২০ মিনিটে তার গাড়িবহর ফিরোজা থেকে বের হয়। তাকে এক নজর দেখতে রাস্তায় হাজারো নেতাকর্মী ও সমর্থক ভিড় করেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশান থেকে বিমানবন্দরের পথ।

রাত ১০টা ৫৫ মিনিটে খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে প্রবেশ করেন। এরপর রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার আকাশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবারের মতো খালেদা জিয়া বিদেশ সফর করছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হৃদরোগজনিত সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তটি তার পরিবারের দীর্ঘ প্রচেষ্টার ফসল।

এর আগে ঢাকা থেকে বিদায়ের সময় গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঢাকার আকাশে উড্ডয়নের আগে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার যাত্রা সম্পন্ন হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা
যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!
ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত
সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
দ্বিগুন হলো মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর
১০০ টাকার রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা!  
বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া  
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, নিয়ন্ত্রনের উপায়ন্তরেও লাভ হচ্ছে না  
আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ  
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় ঢাকাসহ বাংলাদেশের ৫ শহর