রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই

ছিনতাইয়ের শিকার স্টেশন মাস্টার আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
কক্সবাজারে রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকার বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়। আহত স্টেশন মাস্টারের নাম আক্তার হোসেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে চকরিয়া উপজেলার শাহাবিল স্টেশন থেকে বদরখালী যাওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, আক্তার হোসেন তার বোন জামাইয়ের টাকা নিয়ে যাচ্ছিলেন। ওই সময় ইলিশিয়া লম্বা রাস্তায় তার গাড়ি থামিয়ে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে এবং তার কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর অবশেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
