বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হন।

রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে গাড়িতে চড়ে বের হলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা তার নামে স্লোগান দেন।

বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির, যা রাত ১০টায় ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করবে। এই বিমানে প্রথমে দোহা হয়ে খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন। সেখানে ‘লন্ডন ক্লিনিক’-এ তাকে ভর্তি করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তারা আছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, "আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য ১৬ কোটি মানুষ দোয়া করছেন। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।"
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "খালেদা জিয়া এবং তারেক রহমানকে একসঙ্গে দেশে ফিরে আসতে দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ।"

খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাসে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা রয়েছে। এটি জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম।

২০১৭ সালের জুলাই মাসের পর খালেদা জিয়ার এটি প্রথম বিদেশ সফর। চিকিৎসার জন্য এই সফরকে বিএনপি নেতারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ হিসেবে দেখছেন।

এই যাত্রায় বিএনপি চেয়ারপারসনের প্রতি নেতা-কর্মীদের আবেগ এবং তার সুস্থতার জন্য দোয়া দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

ছবি: সংগৃহীত

বর্তমানে টিউলিপ সিদ্দিকের জন্য সময়টি বেশ কঠিন। মন্ত্রীত্ব হারানোর চাপের মধ্যে তিনি আবারও এক নতুন অভিযোগের মুখোমুখি। দীর্ঘ ৮ বছর পর বন্দিদশা থেকে মুক্তি পাওয়া বিশিষ্ট ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমানের স্ত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।

বুধবার (৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন একই সঙ্গে তিনি শেখ হাসিনার বোনের মেয়ে। তাই ঐ সাংবাদিক মনে করেছিলেন, হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন।

তবে চ্যানেল-৪ এর ঐ সাংবাদিকের প্রশ্নে এবং প্রতিবেদন প্রকাশের পর ক্ষিপ্ত হন টিউলিপ। পরবর্তীতে তিনি ক্ষমতা ও প্রশাসনকে দিয়ে আরমানের স্ত্রীকে হেনস্তা করান বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন, চ্যানেল-৪ প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘণ্টা আগে আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে যায়। তার স্ত্রীকে চুপ থাকতে বলা হয়। বাইরের দেশের কার কার সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারেও প্রশ্ন করা হয়। এমনকি তাকে এমনভাবে হেনস্তা করা হয় যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান আরমান।

তিনি মনে করেন, তার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল। এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। ২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়।

আরমানের বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল-৪ এর একজন সাংবাদিক ২০১৭ সালের ২৫ নভেম্বর টিউলিপ সিদ্দিকের কাছে যান। তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করে বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তখন ওই সাংবাদিকের ওপর চড়াও হন টিউলিপ।

Header Ad
Header Ad

ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস

সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে সস্তায় গরুর মাংস রফতানিতে আগ্রহ দেখিয়ে আসছিল ব্রাজিল। তবে শেখ হাসিনা সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে শেষ পর্যন্ত গরুর মাংস রফতানি করা সম্ভব হয়নি।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

সর্বশেষ গত এপ্রিলে লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে (তখনকার বিনিময় হারে ৪৯৫ টাকা) বাংলাদেশে রফতানি করতে প্রস্তাব দিয়েছিল। ওই মাসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় এলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিল কূটনীতিক সূত্রগুলো।

ব্রাজিল যখন বাংলাদেশে গরুর মাংস রফতানির প্রস্তাব দেয়, তখন ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস কমবেশি ৮০০ টাকায় বিক্রি হচ্ছিল। রাজধানীর বাজারে এখন গরুর মাংস প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, ব্রাজিল বিশ্বের সব চেয়ে বড় গরু ও পোলট্রি মাংস উৎপাদনকারী দেশ। বিশ্বের অনেক মুসলিমপ্রধান দেশেই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির অনুমতি রয়েছে। কিন্তু বাংলাদেশে এই অনুমতি নেই। ওই অনুমতি পাওয়ার জন্যই ব্রাজিল চেষ্টা করছিল বলে রাষ্ট্রদূত জানান।

তিনি জানান, সার্টিফিকেশন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি। প্রথমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গিয়েছিলেন এ বিষয়ে আলোচনা করার জন্য। সেখান থেকে তাঁকে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে যান ব্রাজিলের প্রতিনিধিরা।

রাষ্ট্রদূত বলেন, ‘(তৎকালীন) মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলায় লেখা কাগজপত্র দেখিয়ে নানা ধরনের নীতিমালার কথা জানান। তবে আমি এত নীতিমালা বুঝিনি। এককথায় যেটা বুঝেছি তা হলো, তারা অনুমতি দেননি। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। আশা করছি শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যাবে।’

শুধু দুই দেশের মধ্যে বাণিজ্য নয়, ব্রাজিল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বলেও জানান পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। কৃষি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানিসহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে কাজ করতে পারে বলে জানান তিনি।

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, কৃষি–বাণিজ্যে তাঁর দেশের অবস্থান অনেকটা পাওয়ার হাউস বা শক্তিকেন্দ্রের মতো। এ ক্ষেত্রে বাংলাদেশে ব্রাজিল থেকে অভিজ্ঞতা নিতে পারে। তিনি জানান, ব্রাজিলের মানুষেরা বছরে মাথাপিছু ১০০ কেজি গরুর মাংস খায়। বাংলাদেশে এ হার অনেক কম। ব্রাজিলে একটি গরুর থেকে দিনে গড়ে ৪৫ কেজি দুধ পাওয়া যায়; বাংলাদেশে পাওয়া যায় সাত-আট কেজির মতো।

Header Ad
Header Ad

এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা

রিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

এ বছর থেকেই এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের নারী-পুরুষ বিবেচনা, পারিবারিক সুবিধা ও বাসস্থান ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, "ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা আনা হয়েছে, যা ছিল একটি বড় চ্যালেঞ্জ।"

তিনি শিক্ষা খাতে করোনা ও গণঅভ্যুত্থানের দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমানে জনসংখ্যার বয়স কাঠামো আমাদের জন্য সুবিধাজনক হলেও, ১০ বছর পর এটি আর থাকবে না। তখন বয়স্ক মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাবে। তবে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটাতে পারলে এই ক্ষতি সামলানো সম্ভব।"

দেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, রপ্তানি খাতে গতি ফিরে এসেছে এবং রেমিট্যান্সও বৃদ্ধি পাচ্ছে। তবে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, যা দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, "শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চলছে। অতীতে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ নিয়ে জটিলতা ছিল। তবে বর্তমানে দ্রুত বই বিতরণ সম্ভব হয়েছে। পাশাপাশি ইতিহাসের বিতর্কিত বিষয়গুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।"

দেশের নদী ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজের কথাও উল্লেখ করেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় মধ্যমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। যদিও ডেল্টা প্ল্যান দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে রয়েছে, তবে শত বছরের ভবিষ্যৎ অনুমান করা কঠিন।"

তিনি আরও বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!
ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া