‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হন।
রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে গাড়িতে চড়ে বের হলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা তার নামে স্লোগান দেন।
বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির, যা রাত ১০টায় ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করবে। এই বিমানে প্রথমে দোহা হয়ে খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন। সেখানে ‘লন্ডন ক্লিনিক’-এ তাকে ভর্তি করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তারা আছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, "আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য ১৬ কোটি মানুষ দোয়া করছেন। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।"
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "খালেদা জিয়া এবং তারেক রহমানকে একসঙ্গে দেশে ফিরে আসতে দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ।"
খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাসে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা রয়েছে। এটি জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম।
২০১৭ সালের জুলাই মাসের পর খালেদা জিয়ার এটি প্রথম বিদেশ সফর। চিকিৎসার জন্য এই সফরকে বিএনপি নেতারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ হিসেবে দেখছেন।
এই যাত্রায় বিএনপি চেয়ারপারসনের প্রতি নেতা-কর্মীদের আবেগ এবং তার সুস্থতার জন্য দোয়া দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।