চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন: প্রধানমন্ত্রী
উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারে। লেখাপড়া শেষ করে শুধুমাত্র একটা চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যেকে চাকরি দেওয়া- তরুন সমাজের কাছে এটাই আমার আবেদন। নিজেদের সেভাবেই তৈরি করতে হবে। নিজে কাজ করবেন, অন্যকে কাজের সুযোগ দেবেন। চাকরির সুযোগ দেবেন, নিজেরা উদ্যোক্তা হবেন। রোববার (০৫ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এসএমই মেলায় প্রায় ৩০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার ৬০ ভাগই নারী উদ্যোক্তা। মেলাপ্রান্তে যুক্ত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তরুনদের শিক্ষার সুযোগ করে দিয়েছি। কারিগরি শিক্ষা, ভকেশনাল প্রশিক্ষনের সুযোগ করে দিয়েছি। পাশাপাশি ডিজিটাল অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেরকম সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা যুব সমাজের জন্য স্ট্যার্টআপ প্রোগ্রামও নিচ্ছি। সেখান থেকে কিন্তু সুযোগটা পাচ্ছে। তার জন্য বাজেটে আলাদা টাকাও ধরা আছে। কাজেই উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারে।
উদ্যোক্তা করার জন্য সব ধরণের পদক্ষেপ নিচ্ছি'- উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী । এসএমই ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, কোন এলাকায় কোন ধরণের পণ্য উৎপাদন করতে পারি বা এসএমই শিল্প তৈরি করতে পারি সেদিকে খেয়াল করতে হবে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয় কথাটি স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে এখন ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। ২০১৮-১৯ অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের বাধা সৃষ্টি করেছে এই করোনা ভাইরাস। করোনা আসার ফলে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের বিভিন্ন দেশই এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনীতি স্থবির হয়ে গেছে, যার ফলাফল আমাদের ভোগ করতে হয়েছে। আমাদের উপরেও সেই আঘাত এসেছে। এর কারণে জিডিপে আঘাত এসেছে। প্রবৃদ্ধি আবার কিছুটা কমেছে ২০২০-২১ অর্থ বছরে ৫ দশমিক ৪৭ শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছি। তবে সেটাও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচাইতে বেশি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা পিছিয়ে যাইনি বরং অনেক উন্নত দেশও এতোটা করতে পারেনি, বাংলাদেশ সেটা করে যাচ্ছে। এটা আমাদের নীতিমালা এবং প্রণোদনার কারণেই সম্ভব হয়েছে।
নারী উদ্যোক্ত সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীরা এক সময় একটু পিছিয়ে থাকত। তাদের মাঝে খুব একটা উদ্যোক্তা ছিল না। এখন নারী উদ্যোক্তরা এগিয় আসছে। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছি। সামনে আরও বেশি নারী উদ্যোক্তা হবে।
ব্যসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনার ব্যবসা করেন, যদি আপনাদের স্ত্রীর নামে এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকে একটু কাজ করার সুযোগ করে দেন, তবে সংসারের সাথে সাথে সেই ধরণের শিল্পায়নও করতে পারবে। সেই সুযোগটা অন্তত আপনার দেবেন। সেখানে বাধা দিয়েন না।
তবে যত্রতত্র শিল্প নয় আবারও উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কৃষিভূমি রক্ষা করতে হবে। যত্রতত্র শিল্প করা যাবে না।
/জেডএকে