নির্বাচন প্রক্রিয়া অবমূল্যায়নকারীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার (২৪ মে) এক টুইট বার্তায় বলেছেন, ব্যক্তি বিশেষের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে।
টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন লিখেছেন: ‘বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া অবমূল্যায়নকারী ব্যাক্তি ও পরিবারের সদস্যদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করা হবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, তাদের সবাইকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে।
বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনও সরগরম হয়ে উঠেছিল।যদিও সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসছে কি না সেটা তারা এখনো জানেন না।
আর গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একটি টেলিভিশন চ্যানেলের লাইভ টকশোতে অংশ নিয়ে বলেছিলেন, নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না।
এমন সব আলোচনা-সমালোচনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার টুইট করলেন।
এনএইচবি/এমএমএ/